মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ি সদর ও দিঘীনালা উপজেলা পরিস্থিতিকে কেন্দ্র করে মানিকছড়ি উপজেলার শান্ত পরিবেশকে বিনষ্ট করতে না পারে, মুসলিম, আধিবাসী ও হিন্দু, খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়কে সজাগ থাকতে বললেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ইকবাল উদ্দিন। রবিবার দুপুর ১২ টায় দিকে সদর ইউপি ইউপি কার্যালয়ে সম্প্রীতি শান্তি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলায় বিএনপি সভাপতি মোঃ এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মীর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, রাজ পাড়া কার্বারী চাইহ্লাপ্রু মারমা, ধর্মঘর সাথুই কার্বারী, মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনয় চাকমা প্রমূখ।
উপজেলা বিএনপি এনামুল হক এনাম বক্তব্য বলেন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে অস্থিশীলতা পরিবেশ কারণে মানিকছড়ি উপজেলায় মানুষের মনের অশান্ত তৈরি হয়েছে। উপজেলায় সকল সম্প্রদায় পূর্বে মিলেমিশে ছিল, বর্তমানে আমরা মিলেমিশে সম্প্রীতি বন্ধন অব্যাহত রাখা আহ্বান করেন।
মানিকছড়ি উপজেলা প্রশাসনে উদ্যোগে ৪টি ইউনিয়নে ৩৬ টি ওয়ার্ডে সম্প্রীতি শান্তি কমিটি গঠন করার উদ্যাগ নিয়েছে। সম্প্রীতি শান্তি কমিটি সদস্যদের মাধ্যমে উপজেলার দুস্কৃতিদের চিহ্নিত করে প্রশাসনকে সহায়তা করবেন।