বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের ঐক্যবদ্ধ যাত্রায় আহবায়কের দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক সমকাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির।
প্রেসক্লাবের বিদায়ী আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার কাছ থেকে রবিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বিদায়ী আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া আহবায়ক হিসেবে খোন্দকার মনিরুজ্জামান মনিরকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গৌরনদীর দানবখ্যাত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান নিজ ক্ষমতার প্রভাবে গৌরনদীর সাংবাদিকদের দিয়ে পাঁচটি সংগঠন তৈরী করিয়ে সাংবাদিকতার সম্মানকে ভুলন্ঠিত করে।
গত বছরের ৫ আগস্টের পর বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের আপ্রান চেষ্টায় চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গৌরনদীর সকল সাংবাদিক সংগঠনকে বিলুপ্ত করে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবে একিভূত করণের মাধ্যমে গৌরনদী প্রেসক্লাবের হারানো জৌলুস ফিরিয়ে আনা হয়।
একইদিন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির ও জহুরুল ইসলাম জহিরকে নিয়ে গৌরনদী প্রেসক্লাবের জন্য তিন জনের একটি আহবায়ক প্যানেল গঠণ করেন।
আহবায়কের প্যানেল থেকে প্রথম মার্চ থেকে মে মাস পর্যন্ত গিয়াস উদ্দিন মিয়া, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত খোন্দকার মনিরুজ্জামান মনির এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত জহুরুল ইসলাম জহির আহবায়কের দায়িত্ব পালন করবেন।
এরমধ্যে প্রেসক্লাবের গঠণতন্ত্রকে সময়োপযোগী করে ডিসেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে কমিটি উপহার দিয়ে প্রেসক্লাবকে সুস্থ্য ধারায় ফিরিয়ে আনবেন।
তারই ধারাবাহিকতায় গিয়াস উদ্দিন মিয়া তার প্রথম তিন মাসের দায়িত্ব পালন শেষে পরবর্তী তিন মাসের জন্য আনুষ্ঠানিকভাবে গৌরনদী প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।