ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিয়াজুর ইসলাম রিসাত (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত অবস্থায় সন্দীপ মামে একজন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন ।
মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) বিকাল রাণীশংকৈল- নেকমরদ সড়কে যাওয়ার পথে কুমোরগঞ্জ সিরাজুলের ঘুন্টির সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিসাত পৌরশহরের ভান্ডারা গ্রামের দবিরুল ইসলামের ছেলে। আহত সন্দীপ একই গ্রামের সুভাষ চন্দ্র রায়ের ছেলে। নিহত রিসাত দ্বাদশ এবং সন্দীপ একাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শিরা জানায়, রিসাত ও আহত সন্দীপ মোটরসাইকেল যোগে রাণীশংকৈল থেকে নেকমরদ যাওয়ার পথে কুমোরগঞ্জ সিরাজুলের ঘুন্টির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা মাথা ও মুখে প্রচন্ড আঘাত পায়। এতে ঘটনাস্থলেই রিসাত মারা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সন্দীপকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে কর্মরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়।
রাণীশংকৈল সহকারী পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।