মোঃ ইমরান পারভেজ, গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কচুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ও মাঠ প্রাঙ্গনে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর উদ্যোগে দুই দিন ব্যাপি ১৪ ও ১৫ ই ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার সকাল ১১ টা ঘটিকায় নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার মোঃ কালাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম চন্দ্র ভূঁইয়া উক্ত কর্মশালায় দুইটি সেশনে অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের প্রথম সেশনে ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার মোঃ কালাম হোসেন অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন দ্বিতীয় সেশনে স্কুল মাঠ পাঙ্গনে অগ্নি বিষয়ক ও দুর্যোগ কালীন মোহড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ঝুমুর আক্তার।
ঝুমুর আক্তার তার বক্তব্য বলেন নারীরা বর্তমানে অধিকাংশ স্থানে তাদের স্থান দখল করে নিয়েছেন এতে করে বুঝা যায় নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর গলাচিপার সকল কমকর্তা, স্থানীয় ভলেন্টিয়ার ও সাধারণ মানুষ।