গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহপুর তারাগনা গ্রামের আঃ বাকী আকন্দের ছেলে শামীম গং এর বিরুদ্ধে পারিবারিক শত্রুতার জের ধরে গৃহবধুকে মারপিট, শ্লীলতাহানি ও স্বর্নের চেইন ছিনতাই এর অভিযোগ।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার কোচাশহর ইউনিয়নের শাহপুর তারাগনা গ্রামে শামীম গং এর সাথে একই গ্রামের খোকনের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন শামীমের মেয়ে ও খোকনের মেয়ের সাথে কথা কাটাকাটি হয়। এরই জেরে ঘটনার দিন ৪ জুন দুপুরে শামীম ও তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে খোকনের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এতে খোকনের স্ত্রী সাহেরা খাতুন বাধা দিলে শামীম তার হাতে থাকা লোহার ছোরা দিয়ে সাহেরার হাতের ডাবনায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে তা সরে গিয়ে কাধে লেগে হাড় ভাঙা গুরুতর জখম করে।
এসময় আসামিগন সাহেরা খাতুনের চুলের মুঠি ধরিয়া ও পরনের কাপড় টানাটানি করে শ্লীলতাহানি ঘটায় এবং তার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সাহেরা খাতুন কে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ বিষয়ে সাহেরা খাতুন বাদী হয়ে শামীম সহ ৬/৭ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।
এদিকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দেয়াায় আসামি গন ক্ষিপ্ত হয়ে ওই দিন ৪ জুন রাতে খোকনের বসত বাড়ীতে হামলা ভাংচুর, লুটপাট ও পলের পালায় আগুন দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবী ভুক্তভোগী পরিবারের।