মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়ার তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ। তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ২০২১ সালের ১৩ জুলাই।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ ২৬ বছর যাবৎ রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। তার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবার ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়েছে।
(১৩ জুলাই) শনিবার সকালে তার নিজ গ্রামের বাড়িতে সমাধীস্থলে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল।
পূর্ব স্বরমঙ্গল গ্রামের বাড়িতে তার কন্যা ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোপা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফয়জুল হক বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা মনীর সুজন,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম খন্দকার, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন গাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন।