উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
কালিয়াকৈরে বোয়ালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা ত হয়।
বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জিন্নত আলী, কালিয়াকৈর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মালেক খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক এড. আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক অরুন প্রসাদ মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি ইব্রাহিম বলেন, বিএনপি জনগনের শান্তি চায়। আপনারা কোন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে যেন কেউ কোন প্রকার ক্ষতি সাধন না করতে পারে।কোন অন্যায় বরদাস্ত করা হবে না।আমরা জাতীয়তাবাদী দল সকলের শান্তি নিশ্চিত করতে চাই।সকলের প্রতি উদাত্ত্ব আহবান জানাই ।শান্তির জন্য শান্ত থাকুন।