তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস থানা থেকে লুট হওয়া আরও দুইটি পিস্তল উদ্ধার হয়েছে।গত মঙ্গলবার অস্ত্রগুলো থানায় হস্তান্তর করে লুন্ঠনকারীর স্বজনরা।এ নিয়ে ১১টি আগ্নেয়াস্ত্রসহ গুলি, কার্তুজ ও বিপুল পরিমাণ আসবাবপত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা বলেন, আরও ২টি পিস্তল জমা দিয়েছেন অজ্ঞাত ব্যক্তিরা।আরও কিছু অস্ত্র দুবৃত্তদের কাছ আছে।থানায় বাকি পুলিশ সদস্যরা যোগদান করলে আর কতটি অস্ত্র উদ্ধার করা বাকি রয়েছে তা জানার পর সারাশি অভিযান পরিচালনা করা হবে।
বর্তমানে উদ্ধার কার্যক্রম চলমান আছে। লুট হওয়া অস্ত্র, গুলি ও মালামাল উদ্ধারে বিভিন্ন সোর্স মাঠে কাজ করছে ।