উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
কালিয়াকৈরের রঘুনাথপুর বাজারে বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনে শহীদ ও আহত ছাত্র জনতার স্বরণে শুক্রবার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল ও বিএনপির গাজীপুর জেলার সদস্য এম আনোয়ার হোসেনে নির্দেশনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান ৷ বোয়ালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ মিয়া বলেন, আমাদের নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুল পরিষ্কার ভাবে বলে দিয়েছেন এলাকায় সংখ্যালঘুসহ সকল নিরাপত্তা দিতে হবে। কোন দুষ্কতিকারী সংখ্যালঘুদের উপর কোন রকম অন্যায়, অত্যাচার ও নিরাপওার দিতে হবে। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি কে মাঠে সজাগ থাকতে হবে।
আরো বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম মোঃআতাউর রহমান, বোয়ালী ইউনিয়ন ছাএদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সোহরাব রহমান, গাজীপুর জজ কোর্টের এড মোঃ রিপন আল হাসান, মোঃ মজিবর রহমান প্রমূখ ।
মজিবর রহমান বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। আওয়ামীলীগ সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে খুন,মামলা,হামলা ,নির্যাতন করেছে। এ ঘটনায় সুষ্টু তদন্ত কমিটি করে দোষীদের বিচারের দাবী জানান।
সোহরাব রহমান বলেন,কাজী ছাইয়েদুল আলম বাবুল বিএনপির নেতা কর্মীদের ধৈয্য, সহনশীলতা,ও শৃংখলার মধ্য দিয়ে দেশের জন্য সংগ্রাম চালিয়ে যেতে বলেন ।
দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মজিবর রহমান। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা মোঃ আমিনুল হক (দাউরা)। দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে খাবার বিতরন করা হয়।
এ সময় এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।