উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রা রাজবাড়ি মাঠ থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় দিয়ে কালিবাড়ি গিয়ে শেষ হয়। সোমবার ২৬ আগষ্ট শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। জন্মতিথি স্মরণে সনাতনা ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গাজীপুরে জাতির মঙ্গল কামনায় মন্দিরে মন্দিরে গীতা পাঠ ও বিকেলে জন্মাষ্টমীর মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয় ।
অষ্টমী তিথি ২৬ শে আগস্ট ২০২৪ ইং ৯ ভাদ্র ১৪৩১ বাংলা সোমবার রাত্রি ৯টা ৫২ মিনিট ৩৮ সেকেন্ডে শুরু পরদিন মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৭ মিনিট ৪৪ সেকেন্ট পর্যন্ত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা যাবে।
সনাতন ধর্ম অনুযায়ী, পৃথিবীতে যখনই অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারন মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রুপে পৃথিবীতে নেমে আসে।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়। ধর্ম সংস্হাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রুপে পৃথিবীতে আসেন। পৃথিবীতে যখনই পাপাচার শুরু হয় তখনই শ্রীকৃষ্ণ দুষ্কৃতকারীদের বিনাশ, সাধুর রক্ষা, ধর্ম সংস্হাপনের অবতার রুপে পৃথিবীতে আসেন।
জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা কমিয়ে সাশ্রয়কৃত অর্থ বন্যার্তদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছেন পূজা উদযাপন পরিষদ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ( ইসকন) সহ বিভিন্ন সামাজিক – সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন শ্রীকৃষ্ণে জন্মাষ্টমী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছেন।