কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের ৩ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ৮ টায় নতুন কাঠামোয় সরকার নির্ধারিত বেতন না পেয়ে গাজীপুরের মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কোকাকোলা ফুড কারখানার শ্রমিকরা।
এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরে পুলিশকে লক্ষ্য করে কারখানার ভেতর থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজসহ নানা পেশার কর্মজীবী মানুষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এতে সকাল ১১ টা ৩০ মিনিটে মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ ২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার জানান, ‘আমরা ঘটনাস্থলে এসে বিভিন্ন ভাবে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের কথা না শুনে কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়। এবং মহাসড়কে যানজট সৃষ্টি করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে বর্তমানে স্বাভাবিক রয়েছে।