উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর ঔষধী গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে হারতা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম তালুকদার এর বিরুদ্ধে, এ বিষয়ে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ পশ্চিম হারতা গ্রামের ৯ নং ওয়ার্ডে বাসিন্দা (মাছুম) তিনি বলেন আমাদের দীর্ঘদিন ধরে ভোগদখলকৃত জমি পরবর্তীতে ইউনিয়ন পরিষদের আওতাধীন দৃষ্টিনন্দন রাস্তা হিসেবে বিবেচিত হয়।
উক্ত জমি/রাস্তার পাশে রোপিত বিভিন্ন প্রকারের ঔষধী ও ফলজ গাছ উক্ত ঔষধী ও ফলজ গাছ নিজস্ব তত্ত্বাবধায়নে কর্তন করে বিক্রয় করেন – মেম্বার সাইফুল ইসলাম তালুকদার। অভিযোগকারী বলেন – শুধু আমার গাছই কাটে নায় এভাবে ঔষধি সব গাছ কেটে ফেলছে। বাড়ির সামনে গাছ কাটতে আসলে জিজ্ঞসা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাছ কাটার অনুমতি দিয়েছে এ কথা বলেন সাইফুল ইসলাম তালুকদার ।
ঔষধি গাছ কেটে ফেলায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩০ টি ঔষধি গাছ কেটে ৭ লাখ ৫০ হাজার টাকার গাছ সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন – ঔষধি গাছ কাটার কাউকে অনুমতি দেওয়া হয় নাই। বন কর্মকর্তা কে তদন্তের জন্য বলা হয়েছে। স্থানীয়রা গাছ কাটার বিষয়ে ইউপি চেয়ারম্যানকে জানালে কোন ব্যবস্থা গ্রহণ করেনি ইউপি চেয়ারম্যান অমল মল্লিক। এই বিষয়ে হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিককে জানালে তিনি গাছ কাটার বিষয়টি এরিয়ে যান।
উল্লেখ থাকে যে, এলাকাবাসী বলেন উক্ত ঔষধী গাছের ছাল নিতে দূর দূরান্ত থেকে লোকজন প্রতিনিয়ত ছুটে আসেন এবং উক্ত ফলজ গাছ পরিবেশকে সুন্দর ও ভারসাম্য রক্ষা করতো। কিন্তু উক্ত গাছ কর্তন করায় আমরা ভীষনভাবে কষ্ট পাই।
অভিযোগকারী এবং এলাকাবাসীর দাবি অতি দ্রুত ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম তালুকদারকে আইনের আওতায় আনা হোক।