1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

নেত্রকোণা-২ আসনে জাতীয়তাবাদী আদর্শের ত্যাগী নেতাকর্মীদের প্রত্যাশা, মনোনয়ন পাবেন “রয়েল”

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৮৬৯ বার পড়া হয়েছে

ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-২ সদর-বারহাট্রা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুল হক রয়েল।

তিনি বারহাট্রা উপজেলার চিরাম ইউনিয়নের বাসিন্দা….

আনোয়ারুল হক রয়েল ছাত্রজীবনে স্কুল কলেজ  বারহাট্টা মোহনগঞ্জ নেত্রকোনা থেকেই রাজনীতির দীর্ঘ পথচলা শুরু তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্রদলের ক্রান্তিকালীন সময়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক ২য় যুগ্ন সাধারণ সম্পাদক, সাবেক সদস্য নেত্রকোণা জেলা, ছাত্রদল যুবদলের বিএনপি ও দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই নেতা।

১/১১ সরকার যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে গ্রেফতার করে তখন বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ের সামনে বিভোক্ষ করে ডিজিএফআইয়ের রোষানলের শিকার হয় আনোয়ারুল হক রয়েল। তারেক রহমান পিজি হাস্পাতালে আহত হন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক বক্তব্যে, ছাত্রদল তখন উজ্জীবিত হয়ে পিজি অভিমুখে যাত্রা শুরু করে। আর তখন থেকেই তারেক রহমানের মুক্তি তরান্বিত হয়।

বিএনপির এই নেতা দলীয় আন্দোলন জেল-জুলুম ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও টিকে থাকার ইতিহাস তাঁকে করেছেন সংগ্রামী ও নির্ভরযোগ্য নেতা।

আনোয়ারুল হক রয়েল বিগত ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা বিভিন্ন থানায় ৩০ টি মামলার আসামী হয়ে ৫ বার কারা অন্তরীণ হয়েছেন।

আনোয়ারুল হক রয়েল বলেন নেত্রকোনা ও বারহাট্রা থানায় একাদিক মামলার আসামী হয়ে  অসংখ্যবার ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় ঢাকা জেলখানা থেকে নেত্রকোনার জেলখানা আদালতে আনা হয়,এবং রিমান্ডের নামে অসংখ্যবার নির্যাতনের শিকার হয়ে হয় আমাকে। তিনি আরো বলেন ঢাকার কাঁটাবন এলাকায় আমার ব্যবসা প্রতিষ্টান ফজলে নূর তাপসের নির্দেশে যুবলীগ দখল করে নেয়।

আনোয়ারুল হক রয়েল আরো বলেন ২০১৮ সালের নির্বাচনে নেত্রকোনা ২ বারহাট্রা আসন থেকে ত্যাগীদের চাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তিনি যখন মনোনয়ন ফরম কিনতে যখন কেন্দ্রীয় কার্যালয়ে যাই ঠিক তখনি কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় ১৯ জন সহ গ্রেফপ্তার হয়ে দীর্ঘ ৭ মাস কারাগাড়ে থাকতে হয়।

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করেছি। আজও আমাদের আন্দোলন চলছে। প্রতিশ্রুতি দিয়ে গা ঢাকা দেওয়াদের সময় শেষ, কথা এবং কথা এবং কাজের মিল না থাকার দিন শেষ, যদি আমি জনগণের প্রতিনিধি হিসেবে নেত্রকোনা ২ সদর বারহাট্রাকে একটি মডেল মানবিক জনপদে রূপান্তর করতে উদ্যোগ গ্রহণ করবো।

আওয়ামী লীগের শাসনামলে নানা দমন-পীড়নের মধ্যেও আনোয়ারুল হক রয়েল  রাজপথে সক্রিয় থেকে দলের প্রতি তাঁর নিষ্ঠা ও নেতৃত্বগুণের প্রমাণ রেখেছেন। তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব চক্রান্ত প্রতিহত করতে হবে।”

তিনি ১/১১ তে খুব সামান্য কজন আমরা খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে ছিলাম, আজ যারা খুব সক্রিয় দেখছেন তারা কেউ ছিল না।

নেত্রকোনা জেলা বিএনপির অফিস যখন খুলতে কেউ সাহস পায়নি জেলা ছাত্রদলের নেতাদের নিয়ে আমি খুলেছি।

মনোনয়ন নিয়ে চিন্তিত নই, দলের উদ্দেশ্যে আদর্শ নিয়ে মানুষের কাছে যেতে হবে। ভালো কর্মীদের সংঘবদ্ধ করতে হবে। ভালো মানুষ না হলে ভালো নেতা কিভাবে হবে!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আনোয়ারুল হক রয়েল বলেন,”ঈদুল আজহা ত্যাগ ও সহমর্মিতার উৎসব। এই দিনে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করি, কোরবানির মাংস যেন সবার ঘরে ঘরে পৌঁছায় একটা মমতাময় সমাজ এটাই হোক অঙ্গীকার।” সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগের দলের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

নেত্রকোণা-২ সদর বারহাট্রা আসনে আনোয়ারুল হক রয়েল  ছাড়াও বিএনপি ও জামায়াত থেকে আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD