সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলায় মুরগির হাড় আটকে আসাদুল্লাহ (১৪ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঈদের দিন শনিবার (৭ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া পান্ডবহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আসাদুল্লাহ ওই এলাকার মাওলানা আশরাফুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা খাওয়ার সময় সন্তানের হাতে একটি মুরগির হাড় তুলে দেন। শিশুটি সেটি মুখে দিয়ে খেলছিল। একপর্যায়ে হঠাৎ পড়ে গিয়ে গলায় হাড়টি আটকে যায়। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে হাড়টি বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।