আনোয়ার হোসেন, বেনাপোলে প্রতিনিধিঃ
বেনাপোলে গত সাতদিন ধরে নিখোঁজ তৃতীয় লিঙ্গের রেশমার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ সময় পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তবে তারা আরও ৫-৬ জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
নিহত রেশমা বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের জাকির হোসেনের মেয়ে, তার স্বামীর নাম জাফর। আটক ফারুক একই গ্রামের নূর ইসলামের ছেলে।
এর আগে গত মাসে নিহত রেশমা হত্যাচেষ্টা ও তার সম্পদ দখলের অভিযোগ এনে স্বামী জাফর, তার বন্ধু ওলিয়ার, টিটু ও সাইফুল্লার বিরুদ্ধে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেসে বিচার দাবি করেন।
এদিকে এ হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে কোন মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।