জুয়েল মিয়া, জেলা প্রতিনিধি শরীয়তপুর :
শরীয়তপুরের জাজিরা শেখ রাসেল সেনানিবাসে জেসিওস ফ্যামিলি কোয়ার্টারের লিফট অপারেটর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের ডক্টর মেজর রাহনুমা বলেন বিদ্যুৎ স্পষ্ট এর সাথে সাথে মারা যান
ক্যান্টনমেন্ট সূত্রে জানা যায় (৬ জুন) শেখ রাসেল সেনানিবাসের তিস্তা জেসিওস ফ্যামিলি কোয়ার্টারের লিফট অপারেটর মোঃ মিঠুন হাওলাদার (২৪) কোম্পানি- ওয়াল্টন লিফটের ১৪ তালায় তারা কাজ করার সময় মো: মিঠুন হাওলাদার নামে এক জন মৃত বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
এবং তাদের সাথে থাকা ইমন ও মিজানুর রহমান এরা কাজ করছিলেন। অক্ষত আছেন ৭.১০ সময় ভ্যান গাড়ি যোগে শেখ রাসেল সেনানিবাসের জেসিও’স কোয়াটার থেকে জাজিরা এমডিএসে নিয়ে আসেন এবং অদ্য ৭.৩০ সময় কর্তব্যরত চিকিৎসক মেজর রাহনুমা উক্ত লিফট অপারেটর কে মৃত ঘোষনা করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান যে, উক্ত লিফট অপারেটর তিস্তা বিল্ডিং এ কাজের সময়ই ঐ জায়গায়তেই মৃত্যু বরণ করেন তার গ্রামের বাড়ি পিরোজপুর অস্থায়ী ঠিকানা ঢাকা বসবাস করেন গ্রাম-অস্টাকাঠি পো:-পূর্ব জালা বেরি, থানা-নাসিরাবাদ, জেলা- পিরোজপুর এং ঢাকা মহাখালী বসবাস করেন মরদেহ আত্মীয়-স্বজনে ফ্যামিলির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।