পরেশ চন্দ্র বর্মন আমি নির্বাক নিস্তব্ধ, অবরুদ্ধ এক দীর্ঘ শ্বাস। আমি হতভম্ব, শব্দহীন অনুভূতি। হঠাৎ আকস্মিক আবির্ভাবের উপমা! বুঝে উঠতে পারিনি তোমার ভূখণ্ডে ঘূর্ণিঝড় আঘাত হানবে, তোমার দুচোখ জলোচ্ছ্বাসে ভাসবে।
আরো পড়ুন
পরেশ চন্দ্র বর্মন শান্তি নাই শান্তি গেছে মরে সুখ নামের পাখি গেছে উড়ে। শান্তি নাই, শান্তি হয়েছে পুড়ে ছাই কুঁড়ে ঘরে এখন আর সুখ নাই। নিত্য দিনে বাড়ছে দ্রব্য মূল্যের
পরেশ চন্দ্র বর্মন কেউ কথা না বলুক কেউ ভালো না বাসুক কোন অভিযোগ নেই কারো কাছে পৃথিবী না চাক, না আসুক বসন্ত তবুও তো ফোটে ফুল , বিলায় গন্ধ। আমি
পরেশ চন্দ্র বর্মন আমি নির্ঘুম বিষাদ রজনী আমি কালো রাত সর্বগ্রাসী আমি প্রলয় ধ্বংস নিশান। আমি রক্তাক্ত রাজপথ আমি দাবানল, জলোচ্ছ্বাস আমি নৃশংস দহন জ্বালা আমি অবরুদ্ধ দীর্ঘ শ্বাস। আমি